ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরান চাইলে সহযোগিতায় রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৭, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরান চাইলে সহযোগিতায় রাজি ট্রাম্প

নিজের দেশে করোনা পরিস্থিতি নিয়ে হিমশিম খেতে বসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মোকাবিলায় ইরানকে সহযোগিতা করতে রাজি আছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, ইরান যদি করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা চায় তবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ট্রাম্পের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প  বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় ইরান সহযোগিতা চাইলে যুক্তরাষ্ট্র তা প্রদানে প্রস্তুত আছে। ইরানিদের এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র স্বতঃস্ফূর্ত সহযোগিতায় রাজি। তারা চাইলে যুক্তরাষ্ট্রের দক্ষ পেশাজীবীরা তাদের সহযোগিতায় সেখানে যাবে।’

মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৮২ হাজার মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৬০০ জনের বেশি মারা গেছেন। যার বেশিরভাগ ইরানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৬০ জন; আক্রান্ত ৫০ হাজারের বেশি।

অপরদিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে। ৬ হাজার ৭৫ জনের বেশি মানুষ মারা গেছে।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়