ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্প, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্প, নিহত ৯

তুরস্ক সীমান্তসংলগ্ন উত্তর-পশ্চিম ইরানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

গতকাল স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কারণে তুরস্কে অন্তত নয়জনের প্রাণহানি হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লুর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে।

এছাড়া এ ঘটনায় সীমান্তের দুই পাড়েই কয়েক ডজন মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। কম্পনে তুরস্কের এক হাজারেরও বেশি বহুতল ভবন ভেঙে পড়ে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সীমান্ত থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে উত্তর-পশ্চিম ইরানের হাবাশ-ই ওয়ালিয়া গ্রামের কাছে।

ভূপৃষ্ঠের ছয় কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপন্ন হয় বলে তেহরান ইউনিভার্সিটির সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু সাংবাদিকদের জানান, এ মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে কোনো নাগরিক আটকা পড়েনি।

ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানিয়েছেন। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে তুরস্কের তুলনায় ভূমিকম্পে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। পশ্চিম আজারবাইজান প্রদেশে ৪০ জন আহত হয়েছে।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ