ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উত্তর প্রদেশে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তর প্রদেশে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে অন্তত ৩২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রোববার একদিনেই হতাহতের এ ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে এনডিটিভি।

এর আগের দিন শনিবারও বজ্রপাতে ওই রাজ্যে একজন নিহত হয়। এছাড়া গত ১৮ ও ২০ জুলাই সাপের কামড়ে আরও দু’জনের মৃত্যু হয়।

সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, বজ্রপাতে নিহতদের মধ্যে সাতজন করে কানপুর ও ফতেহপুরের, পাঁচজন ঝাঁসি, চারজন জালাওন, তিনজন হামিরপুর, দু'জন গাজিপুর ও একজন করে জাওনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও একজন চিত্রকুটের।

প্রাণহানির এসব ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে অর্থ সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

 

রাইজিংবিডি/২২ জুলাই ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়