ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

এবার ধর্মঘটে ট্রাক মালিক-শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ধর্মঘটে ট্রাক মালিক-শ্রমিকরা

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নতুন সড়ক আইন স্থগিতসহ নয় দফা দাবিতে তারা এ ঘোষণা দেন। বুধবার সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে।

সংবাদ সম্মেলনে ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বলেন, ‘‘সড়ক পরিবহন আইন স্থগিত করে মালিক শ্রমিকদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিমানার বিধান ও দণ্ড উল্লেখ করে একটি ‘যুগোপযোগী বাস্তবসম্মত ও বিজ্ঞান ভিত্তিক’ সঠিক আইন প্রণয়ন করতে হবে।’ ’

এ বিষয়ে ট্রাক-ড্রাইভার ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘আমাদের চালকরা গাড়ি চালাবেন না। কারণ হালকা লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালানো যায় না। আর গাড়ি চালালেই ২৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। আবার মামলাও দেওয়া হচ্ছে। এভাবে তো  চালকরা গাড়ি রাস্তায় বের করতে পারবে না।’

ভারী গাড়ি চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লাইসেন্সও দিচ্ছে না বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘যে আইনটা হয়েছে তা বাংলাদেশে চলে না। কারণ এ আইন করার আগে সব ধরনের অবকাঠামো ঠিক করা  উচিত ছিল। রাস্তাঘাট ঠিক নেই, আইন করলে তো সামঞ্জস্যপূর্ণ হয় না।’

তাজুল ইসলাম আরো বলেন, ‘আমরা এসবের সমন্বয় দাবি করেছি কিন্তু পাইনি। নতুন আইন (সড়ক পরিবহন আইন, ২০১৮) কার্যকর ও প্রয়োগ শুরু হয়েছে। তাই ট্রাক-কাভার্ডভ্যান চালকরা আর গাড়ি চালাবেন না। আগামীকাল সকাল থেকে কর্মবিরতি শুরু হবে।’

 

ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়