ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়ালো

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলের সাত লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়াল্ড মিটার্স রোববার এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে সাত লাখ সাত হাজার ৬৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৩ হাজার ৫২৪ জন।

করোনা আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার এখানে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৯৪ জনে পৌঁছেছে। আর মারা গেছে ৯ হাজার ৫১৬ জন।

তালিকায় এর পরের অবস্থানে থাকা ইতালিতে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে। আর মারা গেছে ১০ হাজার ৭৭৯ জন। তৃতীয় অবস্থানে থাকা চীনে আক্রান্ত ও মৃত দুটির হারই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন। আর মারা গেছেন পাঁচ জন।

ইতালির মতো স্পেনেও হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫৬৪ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৯ এ পৌঁছলো। একই সময় দেশটিতে মারা গেছেন ৬২৪ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়