ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনা রোগী শূন্য নিউজিল্যান্ডের হাসপাতালগুলো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা রোগী শূন্য নিউজিল্যান্ডের হাসপাতালগুলো

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের হাসপাতালগুলোতে কোনো করোনা আক্রান্ত রোগী নেই। মঙ্গলবার (২৬ মে) রাতে সবশেষ সুস্থ হওয়া ব্যক্তিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ম দিনের মতো দেশটিতে নতুুন করে কোনো আক্রান্ত নেই।

দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লোমফিল্ড কোভিড-১৯ আপডেটে জানান, সবশেষ যে ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলেন গতরাতে তাকে রিলিজ দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি নেই।

'মনে হয় গত কয়েকমাসে প্রথমবারের মতো এ ঘটনা ঘটলো। বলতে পারি আমরা ভালো পজিশনে রয়েছি'।

ডা. অ্যাশলে ব্লোমফিল্ড জানান, গতকাল দেশটিতে ৪ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে কোনো পজিটিভ পাওয়া যায়নি। এ পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
গত এক সপ্তাহে মাত্র ১ জন করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ১৫০৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২১ জনের মৃত্যু, ১ হাজার ৬২ জন সুস্থ হলো। দেশটিতে মাত্র ২১ জন করোনা আক্রান্ত রয়েছে। চার লাখ ২০ হাজার লোক করোনা শনাক্তকরণ অ্যাপ ডাউনলোড করেছে।


/এসএম/

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়