ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

লকডাউনের মধ্যে ভ্যানগগের চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৮, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউনের মধ্যে ভ্যানগগের চিত্রকর্ম চুরি

নেদারল্যান্ডের রাজধানী অ্যামস্টারডামের এক জাদুঘর থেকে চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগের একটি চিত্রকর্ম চুরি হয়েছে।

বিশ্বব্যাপী চলমান মহামারি করোনাভাইরাসের কারণে জাদুঘরটি বন্ধ থাকায় সোমবার চোর এই সুযোগ নিয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

পুলিশ জানিয়েছে, চোর রাত তিনটার দিকে জাদুঘর ভবনের সামনের কাচের দরজা ভেঙে ছবিটি চুরি করে নিয়ে যায়।

দ্যা পারসোনেজ গার্ডেন নামের এই চিত্রকর্মটি ১৮৮৪ সালে এঁকেছিলেন ভ্যানগগ। যা দ্য সিঙ্গার লরেন মিউজিয়ামে রাখা ছিল।

জাদুঘরের পরিচালক জান রুডলফ ডি লরম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি চুরি যাওয়ায় আমি মর্মাহত। গ্রনিংগার জাদুঘরের জন্যে এটা খুবই খারাপ একটা বিষয়।’

করোনা প্রাদুর্ভাব ঠেকাতে নেদারল্যান্ডসের ওই জাদুঘরটি গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে।


ঢাকা/নাসিম/আমিনুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়