ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে ইতালিতে প্রাণহানির সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃতের তালিকায় যুক্ত হয়েছে ৭২৭ জন।

আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন বুধবার জানায়, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫ জনে।

গত কয়েক দিনের তুলনায় বুধবার দেশটিতে আক্রান্তের হার কিছুটা কম লক্ষ্য করা গেছে। ২৪ ঘণ্টায় এখানে নতুন করে চার হাজার ৭৮২ জন আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৫৪৭ জন।

এদিকে, ইতালিতে চলমান লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলের ৯ লাখ ১৮ হাজার ১৮৭ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়