ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গুহা তাই গর্জমান || মিনার মনসুর

মিনার মনসুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুহা তাই গর্জমান || মিনার মনসুর

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শুধু গুহার গর্জন শুনি। তার লোমশ নখরে

ছটফট করে মায়া- ছায়াঘন ধরিত্রীর প্রাণ।

সারিবদ্ধ ভক্তের কাফেলা- জড়সড়, কম্পমান-

হাঁটু মুড়ে বসে আছে আইফেল টাওয়ার; আছেন লিংকন-

সঙ্গী তার নতজানু লিবার্টির চূড়া।

অদূরে আছেন বসে ভ্লাদিমির ইলিচ লেনিন

বড় বিমর্ষ বদনে। যেন-বা দিল্লির দরবারে এইমাত্র

তশরিফ রেখেছেন মহা ক্রুদ্ধ মুঘল-এ-আজম-

এখনই গর্দান যাবে কারো! সত্য বটে

 

গর্দান বিপন্ন বড়- চোখে তার উদ্যত চাপাতি।

 

গুহামানবের দিন গত হয়ে গেছে। উড়িতেছে

গুহাদের- গরিলার গর্বিত পতাকা ঘরে ঘরে-

চলিতেছে সকাতর গুহার বন্দনা। মরি মরি এত রূপ

ছিল প্রাগৈতিহাসিক গুহার গতরে- কেই-বা জানিত!

 

গুহা তাই গর্জমান- মানব উধাও।

 

২২ মে ২০১৬

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়