ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকির তাৎক্ষণিক টেস্ট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকির তাৎক্ষণিক টেস্ট

ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

নামে এই সাইটে গিয়ে কিছু প্রশ্নের উত্তর দিলেই জানতে পারবেন আপনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো ঝুঁকিতে আছেন কি না। যদি ঝুঁকিতে থাকেন তাহলে কী করণীয় তার পরামর্শও ওয়েবসাইটিতে পাওয়া যাবে। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আইইডিসিআরে প্রতিদিন অসংখ্য মানুষ কল যোগাযোগ করছেন, কল করছেন। অনেকে খুব সাধারণ বিষয়েও প্রশ্ন করছেন। এতে কাঙ্ক্ষিত সেবা দিতে নানান সংকট তৈরি হচ্ছে। সেক্ষেত্রে এই ওয়েবসাইটে করোনা সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিলেই এআই প্রযুক্তির মাধ্যমে তা বিশ্লেষণ করে জানিয়ে দেওয়া হবে কেউ করোনা আক্রান্তের সম্ভাব্য ঝুঁকিতে রয়েছে কিনা।

পলক বলেন, নিজের পরীক্ষা নিজে অনলাইনে করা গেলে করোনা নিয়ে আতঙ্ক কমবে। এছাড়া যারা প্রকৃতই করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন তাঁদের খুঁজে বের করতে এই ওয়েবসাইটটি সহায়তা করবে। ঝুঁকিতে থাকা লোকজনের সঙ্গে স্থানীয় চিকিৎসকদের যোগাযোগ করিয়ে দেওয়া হবে।


ঢাকা/ফিরোজ/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়