ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে বর্জ্য মেশানো পানি খেয়ে ৮ মহিষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ৬ মে ২০২১   আপডেট: ২২:৩৭, ৬ মে ২০২১
চট্টগ্রামে বর্জ্য মেশানো পানি খেয়ে ৮ মহিষের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে খালের বিষাক্ত পানি পান করে স্থানীয় গ্রামবাসীর ৮টি মহিষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর থেকে বিকেলের মধ্যে মহিষগুলো মৃত্যু হয়।

স্থানীয় সিইউএফএল সার কারখানার দূষিত বর্জ্য গোবাদিয়া খালে ছেড়ে দেওয়া হলে সেই খালের পানি খেয়ে মহিষগুলো মারা গেছে বলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অভিযোগ।

অপরদিকে সিইউএফএল সারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কারখানার বর্জ্য মহিষ মারা যাওয়ার কারণ হলে মহিষের মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় গ্রামবাসী বারশত ইউনিয়মের মাঝের চর গ্রামের বাসিন্দা আবদুল মালেক জানান, প্রতিদিনের মতো তাদের পালিত মহিষগুলো গ্রামের মাঠে ছেড়ে দেওয়া হয়। দুপুরের তীব্র রোদে মহিষগুলো স্থানীয় খাল থেকে পানি পান করে। এরপর একে একে ৮টি মহিষ মারা যায়। 

আব্দুল মালেক জানান, খাল সংলগ্ন চট্টগ্রাম ইউনিয়ার ফার্টিলাইজার কোম্পানি লি. (সিইউএফএল) থেকে বিষাক্ত বর্জ মিশ্রিত পানি খালে ছেড়ে দেওয়া হয়। সেই খালের পানি খেয়েই মহিষগুলো মারা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহাম্মেদ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিইউএফল কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। তারা গোবাদিয়া খাল থেকে পানি সংগ্রহ করে পরীক্ষা করার উদ্যোগ নিয়েছেন।

সিইউএফএল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম জানান, তাদের কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি খেয়ে মহিষগুলো মারা গেছে এমন প্রমাণ পাওয়া গেলে মহিষের মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়