ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গণপিটুনি প্রতিরোধে মাইকিং

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণপিটুনি প্রতিরোধে মাইকিং

জ্যেষ্ঠ প্রতিবেদক : গুজব এবং গণপিটুনি প্রতিরোধে মাইকিং করছে পুলিশ ও বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার সকাল থেকে জনগণকে সচেতন করার জন্য এ ধরনের প্রচার শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘এসব ঘটনা রোধে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি জনগণকেও সচেতন করার নানা উদ্যোগ নেয়া হয়েছে।’

সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকার দারুসসালাম থানা পুলিশ বুদ্ধিজীবী কবরস্থান ও আশপাশ এলাকায় টেম্পোতে ঘুরে  মাইকিং করছে। মাইকে বলা হচ্ছে, ‘ছেলেধরা গুজবে কোনো ধরনের কান দেবেন না। কাউকে এরকম সন্দেহ হলে পুলিশে সোপর্দ করুন। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না।’

দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম বলেন, এ ধরনের প্রচার অব্যাহত থাকবে।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, পুলিশের সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলোও প্রচারে নেমেছে। রাজধানীর ৫০ থানায় মাইকিং কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।


রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৯/মাকসুদ/সাইফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়