ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২১ মে ২০২২   আপডেট: ১৮:০৭, ২১ মে ২০২২
জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কায়

প্রায় দুই সপ্তাহ পর জরুরি অবস্থা প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। শনিবার এই জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়ে বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

করোনা মহামারি ও সরকারের ভুল সিদ্ধান্তের কারণে শ্রীলঙ্কাকে তার ইতিহাসের সবচেয়ে ভয়বাহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতির কারণে জ্বালানি ও ওষুধ আমদানি বন্ধ হয়ে গেছে। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ওই সময় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দেশটির নানা স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত ও দুই শতাধিক বিক্ষোভকারী আহত হয়। পরিস্থিতি সামাল দিতে গত ৬ মে মধ্যরাতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। জরুরি অবস্থা চলাকালে নিরাপত্তা বাহিনীকে যে কাউকে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়।

শুক্রবার (২০ মে) মধ্যরাত থেকে রাষ্ট্রপতির সচিবালয় জরুরি অবস্থা প্রত্যাহার কার্যকরের ঘোষণা দেয়।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়