ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাপান থেকে আসছে উপহারের আরও ৭ লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৫, ৩১ জুলাই ২০২১   আপডেট: ০৯:২০, ৩১ জুলাই ২০২১
জাপান থেকে আসছে উপহারের আরও ৭ লাখ টিকা

জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ করোনার টিকা আসছে।

শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, আজ শনিবার (৩১ জুলাই) এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

জানা গেছে, জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টিকা বহনকারী বিমান নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া যাচ্ছে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। এর মধ্যে গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

হাসান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়