ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জার্মানিতে ভুয়া টিকা সার্টিফিকেট বাণিজ্য বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৭ নভেম্বর ২০২১   আপডেট: ২৩:০৫, ২৭ নভেম্বর ২০২১
জার্মানিতে ভুয়া টিকা সার্টিফিকেট বাণিজ্য বাড়ছে

জার্মানিতে করোনার সংক্রমণ যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন দেশটিতে ভুয়া টিকা সার্টিফিকেট বাণিজ্যও বাড়তে শুরু করেছে। শনিবার পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ওয়েল্ট এম সোনতাগ এ তথ্য জানিয়েছে।

জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে ১১টি রাজ্যের পুলিশ বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে আড়াই হাজারেরও বেশি ভুয়া টিকা সার্টিফিকেটের খবর তারা পেয়েছেন।

সম্প্রতি সংক্রমণ বাড়ায় জার্মানিতে বিধিনিষেধ কড়াকড়ি  করা হয়েছে। কেবল যারা টিকা নিয়েছে এবং করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছে তাদেরকেই অধিকাংশ জনসমাগমপূর্ণ স্থানে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে। এর পরপরই দেশটিতে ভুয়া টিকা সার্টিফিকেট বাণিজ্যের বিষয়টি সামনে আসতে শুরু করে।

ওয়েল্ট এম সোনতাগ জানিয়েছে, আড়াই হাজারেরও বেশি ভুয়া টিকা সার্টিফিকেটের অধিকাংশই গত কয়েক সপ্তাহে তৈরি হয়েছে। দক্ষিণের রাজ্য বাভারিয়াতে ১ হাজার ২৮৬টি ভুয়া টিকা কার্ড, স্ট্যাম্প, স্টিকারের তথ্য রেকর্ড করা হয়েছে। এর অর্ধেকই চলতি মাসে বিক্রি হয়েছে।

চলতি সপ্তাহে জার্মানিতে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। অথচ দেশটিতে করোনার টিকা নেওয়ার হার মাত্র ৬৮ দশমিক ১ শতাংশ। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই হার বেশ কম।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়