ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৩, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী চিতালু চিলুফিয়া বুধবার (২৭ মে) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মন্ত্রী পরিষদ সচিব ডা. সিমন মিতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী ডোরা সিলিয়া করোনায় আক্রান্ত হন। একদিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্ত হলেন। চিতালু বর্তমানে আইসোলেশনে আছেন। গেল কয়েকজন মন্ত্রী পরিষদের যতজন সদস্য স্বাস্থ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে টেস্ট করানো হবে।

গেল ২৪ ঘণ্টায় আফ্রিকার দেশটিতে ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৯০৩ জনের। এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৫৭ জন প্রণাঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন। সেরে উঠেছে ৭৭৯ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়