ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০০, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৬

টাঙ্গাইলে ট্রাক উল্টে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

শনিবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে সদর উপজেলার কান্দিলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কাদেরের ছেলে মো. আলেক (৪৫), একই জেলার অফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন ওরফে বাবু (২৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার শটিবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে আবদুল্লাহ ওরফে দীপক (৩৫) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. সমতুল্লার ছেলে মো. জুলহাস আলী (৫০)। নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাফিজুর রহমানের ছেলে মো. নূররবী (২৮), একই উপজেলার মো. হাবিব (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার ওজিয়ার রহমানের ছেলে মো. শিপন (৩০), মিঠাপুকুর উপজেলার হোসেন আহমেদের ছেলে মো. লিটন (৩২), পীরগঞ্জ উপজেলার মো. মকবুল হোসেনের ছেলে মো. আনোয়ারুল হক (৫০), বগুড়ার মোছা. তাহমিনা (৪০) ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পানকাটা গ্রামের মো. আবু বকর সিদ্দিক। বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন রাইজিংবিডিকে জানিয়েছেন, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক কান্দিলায় পৌঁছালে চালক এর নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত ১১ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহত বাকি ১০ জনকে হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

কামাল হোসেন জানিয়েছেন, হতাহতরা সবাই নিম্ন আয়ের মানুষ। বাস চলাচাল বন্ধ থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন। তাদের অধিকাংশের বাড়ি রংপুর।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম রাইজিংবিডিকে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

 

টাঙ্গাইল/সিফাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়