ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ফরাসি অভিযানে আল-কায়েদা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় ফরাসি অভিযানে আল-কায়েদা প্রধান নিহত

দক্ষিণ আফ্রিকায় আল কায়েদা প্রধান আব্দেল মালেক ড্রউকদেল নিহত হয়েছেন বলে দাবি করেছে ফ্রান্স।

মালিতে দীর্ঘ সাত বছর ধরে চলা এ অভিযানে ওই অঞ্চলের আল কায়েদা নেতা শুক্রবার (৬ জুন) নিহত হন। খবর রয়টার্সের।

গত ৩ জুন (বুধবার) স্থানীয় সহায়তায় ফরাসি সেনাবাহিনী আল কায়েদার এ আমিরকে সঙ্গীসহ হত্যা করে বলে জানায় ফরাসি আর্মড ফোর্স মন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

ধারণা করা হয় যে, আল কায়েদা এই নেতা দক্ষিণ আফ্রিকায় সবথেকে অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। ২০১৩ সালে আল কায়েদার এই বাহিনী বেশ কিছু মারাত্মক আক্রমণের মাধ্যমে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়