ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দৈনিক আলোকিত বাংলাদেশের প্রকাশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৈনিক আলোকিত বাংলাদেশের প্রকাশ স্থগিত

দৈনিক আলোকিত বাংলাদেশের প্রকাশ আকস্মিকভাবে স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে কাজ শেষে যখন সাংবাদিক, কর্মচারীরা বের হচ্ছিলেন, তখন পত্রিকাটির প্রকাশ সাময়িক স্থগিত করে নোটিশ টাঙিয়ে দেয় মালিকপক্ষ ঢাকা আহছানিয়া মিশন। 

নোটিশে উল্লেখ করা হয়, দেশের করোনা পরিস্থিতির কারণে প্রকাশ সাময়িক স্থগিত করা হলো। তবে কত দিন স্থগিত করা হলো বা কবে অফিস আবার চালু হবে তা নোটিশে উল্লেখ করা হয়নি।

গভীররাতে পত্রিকাটির শিফট ইনচার্জের দায়িত্বে থাকা হুমায়ুন কবীর তমাল রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, স্থগিতের নোটিশের বিষয়ে তাদের সঙ্গে কর্তৃপক্ষ আগে আলোচনা করেনি। তাদের বেতন-ভাতা না দেওয়ার জন্য এটা মালিকপক্ষের একটা চালাকি।

এতে পত্রিকায় কর্মরত শতাধিক সাংবাদিক, কর্মচারী বেকার হলো। তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

গভীররাতে পত্রিকাটির প্রধান প্রতিবেদক রিয়াজ বলেন, এই সংবাদ শুনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বেশ কয়েকজন নেতা পত্রিকাটির অফিসে যান। তারা সাংবাদিকদের নিয়ে মালিক রফিকুল ইসলামের ধানমণ্ডির বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন। 

তিনি জানান, পরে মালিকপক্ষের আশ্বাসে সাংবাদিকরা সেখানে থেকে সরে আসেন। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বকেয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে সাংবাদিক নেতারা বৈঠক করবেন। 

আগামী ১২ তারিখের মধ্যে সব বকেয়া দেওয়ার আশ্বাস পেয়েছেন বলে জানান তিনি।


ঢাকা/মাকসুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়