ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত : কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৩, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত : কাদের

বিজয় দিবসের চার দিন আগে দৈনিক সংগ্রাম পত্রিকায় যুদ্ধপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ অবহিত করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বিষয়ে স্বারষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসি কার্যকর করা হয় ‘মিরপুরের কসাই’ খ্যাত কাদের মোল্লার। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রামের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’।

এ নিয়ে সমালোচনার মুখে পড়া পত্রিকাটির কার্যালয়ে শুক্রবার ভাঙচুর করে বিক্ষুদ্ধ জনগণ। যুদ্ধাপরাধী ‘কাদের মোল্লা’কে শহীদ বলায় সরকারের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলব। ব্যবস্থা নেয়া উচিত।’

জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, ‘জাতিকে মেধা শূন্য করতে পলায়নপর অবস্থায় পরাজয়ের মুখে তারা আমাদের মেধা, মননকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। মেধা, মনীষাকে ধ্বংস করতেই বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল কারণ।’

তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরা যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নে তাদের বলিদান; সেই স্বপ্ন এখানো পুরোপুরি পুরণ হয়নি। সাম্প্রদায়িক অপশক্তি ৭১ সালে মুক্তিপাগল বাঙালির ওপর হামলা চালিয়েছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক শক্তি এখনো বিষবাষ্প ছড়াচ্ছে।’

‘বাংলাদেশে এই সাম্প্রদায়িক অপশক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করাই আজ আমাদের অঙ্গীকার। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব শপথ নেব। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে মূলৎপাটন করব এবং জাতিকে ঐক্যবদ্ধ করব।’

বিদেশে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জানতে চাইলে সরকারের এই মন্ত্রী বলেন, ‘এটা আমাদের নজরে আছে। বিষয়টি আমরা দেখছি। সময়মতো এসব বিষয় ব্যবস্থা নেয় হবে। যেসব খুনি বিদেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’



ঢাকা/পারভেজ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়