ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নতুন সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি নয়: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি নয়: কাদের

নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে কোনো বাড়াবাড়ি না করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, নতুন সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।  আইন প্রয়োগে অযথা কোনো বাড়াবাড়ি যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নতুন আইনে জরিমানা আদায় করা মুখ্য উদ্দেশ্য নয়।  সরকার চায় সবাই আইন মেনে চলুক। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ আইনের প্রধান উদ্দেশ্য।  আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।

পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সবাই আইন মেনে চলুন, সরকারকে সহযোগিতা করুন।  অহেতুক ধর্মঘট ডেকে মানুষকে কষ্ট দেবেন না।

তিনি বলেন, যত চাপ থাকুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে।  এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।


ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়