ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরিবারের সাথে ঈদ করা হলো না

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৩ মে ২০২১  
পরিবারের সাথে ঈদ করা হলো না

ফাইল ফটো

পরিবারের সাথে আর ঈদ করা হলো না স্বামী-স্ত্রীর। ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিলো তাদের।

এ ঘটনায় তাদের শিশু কন্যা আদমীম (৯) মারাত্মক আহত হয়েছে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) ও তার স্ত্রী হাজেরা বেগম (৩০)। রাসেল ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পরিবারের সাথে ঈদ করতে একটি মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের যাচ্ছিলেন।

এসময় মোটরসাইকেলটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ীতে পৌঁছলে টেকেরহাটগামী একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাসেল মোল্লা নিহত হন ও ট্রাকটি সড়কের খাদে পড়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে নিহতের স্ত্রী ও মেয়ের অবস্থার অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়।

ওসি মনিরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাদল সাহা/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়