ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অবশেষে বিমানে এলো ৮২ টন পেঁয়াজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে বিমানে এলো ৮২ টন পেঁয়াজ

অবশেষে বিমানে করে পেঁয়াজ এসেছে ঢাকায়। আর এ পেঁয়াজ এসেছে পাকিস্তানের করাচি থেকে।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রায় ৮২ টন পেঁয়াজ নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে আজারবাইজানের সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের একটি কার্গো উড়োজাহাজে।

শাদ এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক রতন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তান থেকে পেঁয়াজের একটি চালান এসেছে। দ্রুত খালাসের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসি রাইজিংবিডিকে জানিয়েছেন, শিডিউলের বাইরে এই পেঁয়াজ এসেছে। সরকারের শিডিউলে মিশর থেকে পেঁয়াজ নিয়ে আজ রাত ১টার সময় সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে জেদ্দা হয়ে ঢাকা পৌঁছবে।

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বাধ্যবাধকতা তুলে নিয়েছে। যে কেউ যে কোনো দেশ থেকেই পেঁয়াজ আমদানি করতে পারবে। এমনকি পেঁয়াজ আমদানির ক্ষেত্রে করও মওকুফ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।



ঢাকা/হাসান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়