ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পুলিশকে পেশাদার আচরণ করতে নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশকে পেশাদার আচরণ করতে নির্দেশ

পুলিশকে পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শুক্রবার (২৭ মার্চ) রাতে এক বার্তায় তিনি এ নির্দেশ দেন।

পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশের সব ইউনিটের প্রধান, বিভাগীয় রেঞ্জের ডিআইজি পুলিশ সুপার এবং মেট্রোপলিটন এলাকার উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আইজিপি বলেন, “চিকিৎসা, ওষুধ, খাদ্যদ্রব্য, মোবাইল ফোনসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দোকান খোলা থাকবে। জরুরি সেবার সঙ্গে নিয়োজিত সব ধরনের যানবাহন যাতে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‘একই সঙ্গে জনগণের সঙ্গে পেশাদার সহিষ্ণু ও বিনয়ী আচরণ করতে হবে। মানুষজনকে হয়রানি করা যাবে না। প্রয়োজনে রাস্তার মানুষকে বুঝিয়ে ঘরে রাখতে হবে। আপনার আচরণে তারা যেন কোনোভাবেই মনে আঘাত না পায়।”

প্রসঙ্গত, গত দুদিন ধরে পুলিশ প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে নানা সচেতনতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারই অংশ হিসেবে রাস্তায় কাউকে পেলে অপমান অপদস্থ এবং মারধর করার অভিযোগ উঠেছে।


ঢাকা/মাকসুদ/সনি/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়