ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রিমিয়ার হকির নতুন চ্যাম্পিয়ন মেরিনার্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৭, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:৪৭, ২৮ নভেম্বর ২০২১
প্রিমিয়ার হকির নতুন চ্যাম্পিয়ন মেরিনার্স

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে প্রিমিয়ার হকি লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্স ইয়ংস ক্লাব। এই নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে উঠালো দলটি।

এর আগে ২০১৬ প্রাথে প্রথমবারের মতো প্রিমিয়ার হকি লিগের চ্যাম্পিয়ন হয় মেরিনার্স।

১৫ ম্যাচ খেলে ১৪ জয় ও ১ হারে ৪২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্স। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে রানার্স-আপ আবাহনী।

শনিবার (২৭ নভেম্বর) মওলানা ভাসানী স্টেডিয়ামে এক পয়েন্টের জন্য খেলতে নামে মেরিনার্স। ড্র হলেই চ্যাম্পিয়ন এমন সহজ সমীকরণ থেকেই  মোহামেডানের বিরুদ্ধে মাঠে নামে দলটি। কিন্তু খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই মোহামেডানের হয়ে গোল করে বসেন আর্জেন্টোইন খেলোয়াড় গঞ্জালো পেইলাত। এরপরই মহামেডানের গোল মুখে বল বাড়াতে শুরু করে মেরিনার্স। প্রথম কোয়ার্টারে শেষ মিনিটে পিসি থেকে সোহানুর রহমানের গোলে সমতায় ফেরে দলটি। 

খেলার ২৫তম মিনিটে পিসি থেকে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন সোহান। ৫১তম মিনিটে প্রদীপ মোর আরেকটি গোল করলে মেরিনার্সের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ মুহূর্তে মোহামেডানের হয়ে সান্তনাসূচক গোল করে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন সারোয়ার হোসেন।

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়