ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনাভাইরাস

ফ্রান্সে একদিনে মারা গেছেন চারশো'র বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে একদিনে মারা গেছেন চারশো'র বেশি মানুষ

ফ্রান্সে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফ্রান্সে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'কে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যবিভাগের পরিচালক জেরোমি সলোমান।

রোববারের তুলনায় মৃত্যুহার ৪৩ শতাংশ বেশি। এখন পর্যন্ত দেশটিতে ৪৪ হাজার ১৫০ জন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে।

আক্রান্তদের মধ্যে ২১ হাজার রোগী হাসপাতালে এবং আরো প্রায় সাড়ে ৫ হাজার করোনা রোগী দেশটির আইসিইউতে রয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়েছে (৭,৭০,১৬৫)। মৃতের সংখ্যা ৩৭ হাজার ছুঁই ছুঁই (৩৬,৯৩৮)। তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১১ হাজার ৫৯১ জন। ৭ হাজার ৩৪০ জন মারা গেছে স্পেনে। ৩ হাজার ৩০৪ জন চীনে। ইরানে মারা গেছে ২ হাজার ৭৫৭ জন।


ঢাকা/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়