ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফ্রান্সে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফ্রান্সে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ফ্রান্সে। গেল তিনদিনে সেখানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৮৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৮৮ জন। যা লকডাউন তোলার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। খবর আল জাজিরার।

বুধবার সেখানে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৯৫ জন। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬০৪ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২ হাজার। তাতে ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯২১ জন।

বুধবার ফ্রান্সে মারা গিয়েছিল ৯ জন, বৃহস্পতিবার ৭ জন। আর শুক্রবার মারা গেছে ১২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৩২৪ জন।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জেরোমি সালমন ফ্রান্স ও ইউরোপে করোনাভাইরাসের উর্ধ্বমুখীতার বিষয়টি উল্লেখ করে বলছেন— বিশ্বব্যাপী ভাইরাসটি বেশ তাণ্ডব চালাচ্ছে। দ্রুত সংক্রমিত হচ্ছে। ইউরোপ ও ফ্রান্সেও বাড়ছে সংক্রমণ।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়