ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফ্রান্সে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১০, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফ্রান্সে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফ্রান্সে। ভাইরাসটিকে নিয়ন্ত্রণে নেওয়া দেশটিতে আবার ছড়িয়ে পড়তে শুরু করেছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সের আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৪ জন। আগেরদিন আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৯৫ জন। দুইদিনে সেখানে আক্রান্ত হল ৩ হাজার ২৯৯ জন। খবর আল জাজিরার।

শুধু আক্রান্তের সংখ্যাই নয় নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতেও বাড়ছে রোগীর সংখ্যা। বৃহস্পতিবার আইসিইউতে ভর্তি হয়েছে ৩৯০ জন। আর তার আগের দিন ভর্তি হয়েছিল ৩৮৪ জন। 

এখন পর্যন্ত ফ্রান্সে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৬৩৩ জন। মারা গেছে ৩০ হাজার ৩১২ জন। সেরে উঠেছে ৮২ হাজার ৪৬০ জন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়