ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বন্যা পর্যবেক্ষণে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম অব্যাহত থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ৩০ জুলাই ২০২১   আপডেট: ০০:৩৩, ৩১ জুলাই ২০২১
বন্যা পর্যবেক্ষণে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম অব্যাহত থাকবে

বর্ষা মৌসুমে সারাদেশে বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম সেবা আগামী ১ আগস্ট থেকে অব্যাহত রাখবে পানি সম্পদ মন্ত্রণালয়।

গত ২৩ জুন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে কন্ট্রোল রুম সেবা ২৪ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত চালু ছিল। এরপর এই সেবার সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও এটি বন্ধ হচ্ছে না।

শুক্রবার (৩০ জুলাই) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কন্ট্রোল রুমের (রুম নং-৪১৪, ভবন নং-৬) মোবাইল নম্বর—০১৩১৮২৩৪৫৬০।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রণালয়ের সহকারী সচিব আ স ম সুজা স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়। আদেশে বন্যাসহ সার্বিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে বলা হয়।

হাসান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়