ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:২২, ২৬ সেপ্টেম্বর ২০২১
‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ’

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র বলেছেন, ‘বাংলাদেশ এখন পৃথিবীর বুকে একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ ও ভারতের সঙ্গে নেপালের সর্ম্পক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশের যে কোনো বিপদের সময় নেপাল এবং নেপালের বিপদের সময় বাংলাদেশ সহায়তা করে থাকে।’

রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও নেপালের সর্ম্পক বন্ধুর মত। জাতিগতভাবে আমরা প্রায় একই। আমরা এই দুই দেশের মানুষরে মধ্যে সাংস্কৃতিক, ব্যবসা-বাণিজ‌্যিক ও মানুষের সঙ্গে মানুষের সর্ম্পক বৃদ্ধির জন্য কাজ করছি।’

চাপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক কবিরুল ইসলাম খান, মাইনুল ইসলাম, বাহরাম আলী, শাজাহান আলীসহ প্রমুখ।

মেহেদী/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়