ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ 

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ 

পদ্মার উত্তাল ঢেউ ও বিরূপ আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ পারাপার বন্ধ রয়েছে। 

বুধবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টা থেকে এ নৌপথে লঞ্চ পারাপার বন্ধ করে দিয়েছে লঞ্চ ঘাট কর্তৃপক্ষ। 

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপার ভাইজার পান্না লাল নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকামুখী যাত্রীদের পারাপার নিশ্চিত করতে সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৮টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছিলো। তবে বিকাল থেকে পদ্মা নদীতে তীব্র স্রোত ও বাতাসের কারণে ঢেউ বেড়ে যাওয়ায় লঞ্চ পারাপার ব্যাহত হচ্ছিলো। বিকাল ৫টার পর আবহাওয়া আরও খারাপ হওয়ায় লঞ্চ পারাপার আর সম্ভব হচ্ছে না। তাই লঞ্চ চালক ও সাধারণ যাত্রীদের জীবনের ঝুঁকি এড়াতে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে।

চন্দন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়