ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বোরোর বাম্পার ফলন আশীর্বাদ হয়ে এসেছে : প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বোরোর বাম্পার ফলন আশীর্বাদ হয়ে এসেছে : প্রধানমন্ত্রী

করোনা মহামারির এই দুর্যোগময় মুহূর্তে বোরো ধানের বাম্পার ফলন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে মন্তব‌্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক যাতে ধানের ন‌্যায‌্য মূল‌্য পান সেজন‌্য সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৪ মে) সন্ধ্যায় গণভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি।  

প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছর প্রায় ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ইতোমধ্যে বোরো ধান কাটা-মাড়াই প্রায় শেষ। এই দুর্যোগ মুহূর্তে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি কৃষক ভাই-বোন এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পান সেজন্য ইতোমধ্যেই আমরা ধান-চাল সংগ্রহ শুরু করেছি। চলতি মৌসুমে ২২ লাখ ২৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে, যা গত বছরের তুলনায় ২ লাখ মেট্রিক টন বেশি। ধান কাটা-মাড়াইয়ে সহায়তার জন্য আমরা কৃষকদের ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার এবং রিপার মেশিন সরবরাহের ব্যবস্থা করেছি। এজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মাত্র ৪ শতাংশ সুদে কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’

ধান কাটা-মাড়াইয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের কৃষকের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমার নির্দেশ শিরোধার্য করে তারা কৃষকের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ধান কাটায় সহায়তা করেছে। এজন্য কৃষকদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। কৃষকেরা দ্রুত ধান ঘরে তুলতে পেরেছেন।’

কৃষককে এই কাজে সহযোগিতা করায় তাদের ধন‌্যবাদ জানান তিনি।

** ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
** ‘প্রস্তুতি থাকায় জানমালের ব্যাপক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে’
** ঘরে বসে ঈদের আনন্দ উপভোগ করুন : প্রধানমন্ত্রী
** চিকিৎসা সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে : প্রধানমন্ত্রী


ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়