ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতীয়দের স্লেজিংয়ে এবার রেগে যাবেন না ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ২০:১৯, ২৫ নভেম্বর ২০২০
ভারতীয়দের স্লেজিংয়ে এবার রেগে যাবেন না ওয়ার্নার

ক্রিকেটে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি লড়াইয়ে খণ্ড খণ্ড স্লেজিং নতুন কিছু নয়। ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সমান তালে চলে একে অন্যকে ঘায়েল করার এই অন্যরকম কৌশল। কিন্তু এবার তেমন কিছু দেখা যাবে না। ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামার আগে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে আগ্রাসী ক্রিকেটার হিসেবে পরিচিত ডেভিড ওয়ার্নার।

প্রতিপক্ষ যতই স্লেজিং করুক না কেন, ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান ওপেনার নিরুত্তাপ থাকবেন। মুখে নয়, ব্যাট দিয়ে কথা বলতে চান ওয়ার্নার। আগামী শুক্রবার সিডনিতে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে। তিন ম্যাচের এই সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি ও চারটি টেস্ট খেলবে দুই দল। এই তিন সিরিজে কোনও ধরনের স্লেজিংয়ের পাল্টা জবাব না দেওয়ার প্রতিশ্রুতি অজি ওপেনারের মুখে।

সোমবার সংবাদ সম্মেলনে ওয়ার্নার বললেন, ‘ভারতে আমরা শেষবার যখন গিয়েছিলাম, তখন তারা কথার লড়াইয়ে নেমেছিল। আমরা সময়ের সঙ্গে সঙ্গে শিখছি, বিশেষ করে আমি। কথার লড়াইয়ে গেলে তা উপেক্ষা করে উল্টো কিছু ঘটানো যায়। মুখ নয়, কথা বলতে হবে ব্যাট দিয়ে।’

প্রতিপক্ষের কাছ থেকে আসা স্লেজিংকে এবার নিজেকে উজ্জীবিত রাখতে ব্যবহার করবেন ওয়ার্নার, ‘আপনার সতীর্থদের ওপর কী প্রভাব (মেজাজ হারালে) পড়তে পারে তা আপনি জানেন না। তাই আপনাকে প্রতিপক্ষের প্রতি আরও বেশি বিনয়ী ও শ্রদ্ধাশীল হতে হবে।’

২০১৮ সালে কেপ টাউনে বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেটে ফিরে অনেক বেশি পরিণত ওয়ার্নার। তবে পিতৃত্বই তাকে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ করেছে বলে জানালেন এই মারকুটে ব্যাটসম্যান, ‘বাচ্চারা কথা না শুনলে আপনাকে ধৈর্য ধরতে হবে, বেশি আগ্রাসী হওয়া যাবে না, রেগে যাওয়া যাবে না। আমি মাঠে ও মাঠের বাইরে আমাকে এসব পরীক্ষা দিতে হয়েছে এবং আমি শিখেছি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়