ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০৫ জন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০৫ জন

ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। আক্রান্তদের অধিকাংশই রাজধানী দিল্লির।

রোববার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ৫৭৭ এ দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৭৪ জন।

দিল্লিতে নতুন করে ৫৮ জন আক্রান্ত হওয়ায় এখানে আক্রান্তের সংখ্যা ৫০৩ এ পৌঁছেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এখানে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫, মৃতের সংখ্যা তিন।

তালিকায় এরপরই রয়েছে কেরালা। এখানে ৩০৬ জন আক্রান্ত হয়েছেন। তেলেঙ্গানায় আক্রান্ত হয়েছেন ২৬৯ জন, উত্তরপ্রদেশে ২২৭, রাজস্থানে ২০০ এবং অন্ধ্রপ্রদেশে ১৯০ জন আক্রান্ত হয়েছেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়