ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইউরোপ-আমেরিকার পর মধ্যপ্রাচ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। প্রায় ৬০ হাজার লোক আক্রান্ত, যা গত সপ্তাহের চেয়ে দ্বিগুণ। প্রাণঘাতী ভাইরাসের বিস্তার রোধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান করতে হবে বলে সর্তক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া ও জিবুতিসহ পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দায়িত্বে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক আহমেদ আল-মানধারি বলেছেন, ‘নাজুক স্বাস্থ্যব্যবস্থার ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। এমনকি যেসব দেশে স্বাস্থ্যব্যবস্থা ভালো, সেখানেও। আক্রান্ত ও মৃতের হার আমাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।’

জরুরি পরিস্থিতি তৈরি হচ্ছে আশঙ্কা এই কর্মকর্তার, ‘আক্রান্তের হার বাড়ছে, এটা প্রমাণ করছে স্থানীয় ও কমিউনিটি পর্যায়ে সংক্রমণ দ্রুত হচ্ছে। এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আমাদের, কিন্তু দিনকে দিন সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে।’

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়