ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মোংলা বন্দরে চুরি হওয়া কাপড় ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৩ নভেম্বর ২০২০  
মোংলা বন্দরে চুরি হওয়া কাপড় ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৫

মোংলা বন্দর থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ কাপড় ঢাকায় উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাকৃত পাঁচজন হলো—শামসুল আরেফিন, মনির হোসেন, আবুল কাশেম, সিঅ‌্যান্ডএফ এজেন্ট অরুণ ও শ্রমিক সর্দার সাগর।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর এক ব্যক্তি অভিযোগ করেন, তিনি চীন থেকে ৩ লাখ ৩০ হাজার গজ কাপড় আমদানি করেন। তিনি মোংলা বন্দর থেকে সেই কাপড় নেওয়ার আগে তা বাজারে বিক্রি করার তথ‌্য পান। পরে নিজেও সেই কাপড় কেনেন ওই ব‌্যক্তি। এ ঘটনায় রাজধানীর কতোয়ালি থানায়  একটি মামলা দায়ের করেন তিনি। ইসলামপুরের একটি গুদাম থেকে চুরি হওয়া ৯৫ হাজার গজ  কাপড় উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে মনির হোসেন ও শামসুল আরিফিনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে বাকি আসামিদের তথ‌্য পাওয়া যায়। এর পর মোংলা বন্দর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই পাঁচ ব‌্যক্তি দীর্ঘদিন ধরে বন্দর থেকে আমদানিকৃত পণ্য চুরি করে গোপনে বিক্রি করছিল।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়