ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়ে

প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়ছে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চল। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মারা গেছে ৭৪ হাজার ৪৪২ জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। 

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও অধীনে থাকা বিভিন্ন অঞ্চলের ৩ লাখ ৫৬ হাজার ৯৪২ জন আক্রান্ত হয়েছে প্রানঘাতী এই ভাইরাসে। মারা গেছে ১০ হাজার ৫২৪ জন। তবে যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে এখন পর্যন্ত কোনো মৃতের খবর পাওয়া যায়নি। 

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশে মহামারি দাপিয়ে বেড়ালেও ইতালি ও স্পেনে মৃত্যুহার কিছুটা কমেছে। ইতালিতে মঙ্গলবার ৬৩৬ জনের মৃত্যুর খবর দিয়েছে ওয়ার্ল্ডওমিটারস। 

প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ২ লাখ ৭৮ হাজার ১৬৪ জন।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়