ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটার্সের তথ্য অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৪০৯ জন। আক্রান্ত হয়েছে ১৭ লাখ ১৯ হাজার ৭৬৪ জন।

১ মার্চ যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম মৃত্যু হয়। এরপর ৮৬ দিনের মাথায় মৃতের সংখ্যা লাখ ছাড়ালো।

দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউইয়র্ক রাজ্যে। সেখানে মারা গেছে ২৯ হাজার ৪০৬ জন। নিউ জার্সিতে প্রাণ হারিয়েছে ১১ হাজার ১৯৭ জন। এ ছাড়া ইলিনয়িসে ৪ হাজার ৯২৩ জন, ক্যালিফোর্নিয়ায় ৩ হাজার ৮১৪ জন, ম্যাসাচুসেটসে ৬ হাজার ৪৭৩ জন, পেনসালভানিয়ায় ৫ হাজার ১৯৪ জন, মিশিগানে ৫ হাজার ২৬৬ জন ও কানেক্টিকাটে ৩ হাজার ৭৬৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, বাড়ছে মৃত্যুর মিছিল। শেষ পর্যন্ত মোট মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় দেখার বিষয়।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়