ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রংপুরে কোচিং বাণিজ্য: জরিমানাসহ ৩ প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক, রংপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২৩ নভেম্বর ২০২০  
রংপুরে কোচিং বাণিজ্য: জরিমানাসহ ৩ প্রতিষ্ঠান সিলগালা

করোনা পরিস্থিতির মধ‌্যে নিষধাজ্ঞা অমান‌্য করে রংপুরে কোচিং বাণিজ্য চালানোর দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর তিনটি কোচিং সেন্টার সিলগালাসহ ৬০ হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম‌্যমাণ আদালত। 

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে ও র‌্যাব-১৩ এর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। 
কোচিংসেন্টার তিনটি হলো- নিউরন কোচিং সেন্টার, মেধা সিড়ি কোচিং সেন্টার ও ক্যাম্পাস কোচিং সেন্টার।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, নগরীর লালবাগ এলাকায় শতাধিক শিক্ষার্থী নিয়ে চলমান তিনটি কোচিং সেন্টার কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান তিনটি সিলগালাও করে দেওয়া হয়েছে। অভিযানের সময় প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসে ক্লাস করতে দেখা যায়।

নজরুল মৃধা/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়