ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজাকারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজাকারের তালিকা প্রকাশ

রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ১০ হাজার ৭৮৯ জনের নাম প্রকাশ করা হয়েছে।

রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।

১৯৭১ সালে খুন, ধর্ষণ, নির্যাতনে যে সব বাঙালি নিয়োগপ্রাপ্ত হয়ে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল সেসব রাজাকারদের নাম প্রকাশ করা হলো।

মন্ত্রী বলেন, ‘যারা ৭১ সালে রাজাকার, আল বদর, আল শামস বা স্বাধীনতাবিরোধী হিসেবে পাকিস্তান সরকার থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যেসব পুরোনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংরক্ষিত ছিল, সেটুকু প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথমধাপে ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হলো। তৎকালীন বিভিন্ন জেলার রেকর্ড রুম ও ওই সময়ে বিজি প্রেসে ছাপানো তালিকাও সংগ্রহের চেষ্টা চলছে। যাচাই-বাছাই করে ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হবে। আজ প্রথম ধাপের তালিকা প্রকাশ করা হলো।’ প্রথম ধাপের তালিকা দেখতে ক্লিক করুন।


ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়