ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিজওয়ান-লিটনের ফিফটিতে কুমিল্লার চ্যালেঞ্জিং স্কোর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:৪১, ২৮ জানুয়ারি ২০২৩
রিজওয়ান-লিটনের ফিফটিতে কুমিল্লার চ্যালেঞ্জিং স্কোর

হাতে ৮ উইকেট থাকার পরও শেষ ৫ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাত্র ৪০ রান নেয়। শেষ পর্যন্ত লিটন দাসের পর মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ফিফটিতে খুলনা টাইগার্সকে ১৬৬ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা। রিজওয়ান ৫৪ ও খুশদিল শাহ ১৩ রানে অপরাজিত ছিলেন। 
রিজওয়ান সর্বোচ্চ রান করলেও তার ইনিংস ছিল ধীরগতির। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে ৪৭ বলে এই রান করেন তিনি। ফিফটি করেন ৪২ বলে। চার মারেন ৪টি আর ছয় ১টি। 

লিটন ৪২ বলে ৫০ রান করে আউট হলে ভাঙে রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের ওপেনিং জুটি। লিটনের ইনিংস সাজানো ছিল ৯ চারে। জনসন চার্লস ক্রিজে এসে ঝড় তুলে ফেরেন সাজঘরে। তিনি ২২ বলে ৩৯ রান করেন। 

খুলনার হয়ে ১টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন নাসুম আহমেদ। ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এই স্পিনার। সবচেয়ে খরুচে ছিলেন নাহিদ রানা, ৪ ওভারে দেন ৪৯ রান।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়