ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গা রক্ষায় মিয়ানমারকে আইসিজের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা রক্ষায় মিয়ানমারকে আইসিজের নির্দেশ

রাখাইনে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)।

পাশাপাশি আদালত বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনী বা কোনো পক্ষ রোহিঙ্গাদের বিরুদ্ধে এমন কিছু করতে পারবে না, যা গণহত্যা হিসেবে পরিগণিত হতে পারে।  

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গাম্বিয়ার করা মামলায় আইসিজের ১৭ সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে এই আদেশ দেয়।

বৃহস্পতিবার জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকাভি আহমেদ ইউসুফ এই রায় পড়ে শোনান।

গাম্বিয়ার করা মামলার বিচারিক এখতিয়ার আইসিজের রয়েছে উল্লেখ করে মিয়ানমারকে চারটি অন্তবর্তী আদেশ দিয়েছে এ আদালত।

আদেশ চারটি হচ্ছে- মিয়ানমারকে জেনোসাইড কনভেনশন মেনে চলতে হবে, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা তৎপরতা চালানো যাবে না, তাদের বিরুদ্ধে যেসব অপরাধ করা হয়েছে মিয়ানমারকে অবশ্যই সেসব প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং রোহিঙ্গাদের সুরক্ষায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা চার মাসের মধ্যে আদালতকে জানাতে হবে। এরপর মিয়ানমার তার পদক্ষেপের ব্যাপারে প্রতি ছয় মাসে আদালতে প্রতিবেদন জমা দেবে।

গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা করার এবং আদালতের বিচারিক এখতিয়ার নিয়ে মিয়ানমার প্রশ্ন তুলেছিল ডিসেম্বরের শুনানিতে।

এর জবাবে আদালত বলেছে, জেনেভা কনভেনশন অনুযায়ী মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে যে মামলা করা হয়েছে তার বিচারিক এখতিয়ার আদালতের রয়েছে।
 




ঢাকা/শাহেদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়