ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিবিয়ায় ২৬ জনকে হত‌্যা: মানবপাচারের হোতা গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লিবিয়ায় ২৬ জনকে হত‌্যা: মানবপাচারের হোতা গ্রেপ্তার

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত‌্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১ জুন) দুপুরে র‌্যাব থেকে গণমাধ‌্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ‌্য জানানো হয়। তবে কখন, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিক এ তথ‌্য জানা যায়নি।

র‌্যাব সদরদপ্তরের পুলিশ সুপার (এসপি) সুজয় সরকার রাইজিংবিডিকে বলেন, ‘কামাল হোসেন দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছে। লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। কামাল হোসেনের পাসপোর্ট জব্দ করা হয়েছে।’

আজ র‌্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এসপি জানান।


ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়