ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লিবিয়ায় গুলিতে নিহত ২৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লিবিয়ায় গুলিতে নিহত ২৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৪ জনের পরিচয় মিলেছে।

লিবিয়ায় বাংলাদেশ কমিউনিটি থেকে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে।  যদিও দূতাবাস এখনো নাম-পরিচয় প্রকাশ করেনি।  তবে দূতাবাস সূত্র জানায়, এ ঘটনায় আহত ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

জানা যায়, নিহতদের মধ্যে ৮ জনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।  বাকিদের মধ্যে আসাদুল-আয়নাল-মনির-সজীব-শাহীনের বাড়ি টেকেরহাটে, সুজন-কামরুলের বাড়ি গোপালগঞ্জে, রহিমের হোসেনপুরে, জুয়েল-মানিক বিদ্যানন্দীর, জাকির-জুয়েল-শামীম-সৈয়দুল-ফিরোজ মাদারীপুরের, আরফান ঢাকার, লাল চান্দ নারায়ণপুর এবং রাকিবুলের বাড়ি যশোরে।

এরই মধ্যে নিহতদের পরিবারও নাম পরিচয় জেনেছে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। এছাড়া পাচারকারীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।

এদিকে ২৬ বাংলাদেশিকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত করে লিবিয়া সরকারের কাছে দোষীদের বিচার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে লিবিয়ান মিলিশিয়া বাহিনী গুলি করে হত্যা করে।

** লিবিয়ায় ২৬ নাগরিককে হত্যার বিচার চেয়েছে বাংলাদেশ


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়