ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শবে বরাতে আল্লাহর কাছে দোয়া করতে বললেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শবে বরাতে আল্লাহর কাছে দোয়া করতে বললেন প্রধানমন্ত্রী

পবিত্র শবে বরাতে ঘরে থেকে ইবাদত করার অনুরোধ জানিয়ে করোনাভাইরাস থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আল্লাহ’ৱর কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই যেন ঘরে থেকে নামাজ আদায় করেন। যেখানে মক্কা-মদীনায় বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং অনেক মানুষ এক সঙ্গে নামাজ আদায় করলে ঝুঁকি থাকে। সেজন্য নামাজ আমরা ঘরে পড়ি। আল্লাহকে যেকোনো জায়গা থেকেই ডাকা যায়।’

এ সময় এবার পবিত্র শবে বরাতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করতে আল্লাহতায়ালার কাছে দোয়া করার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশের বাইরে থেকে যারা এসেছেন তাদের ১৪দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন শেষে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করা অনুমতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে বারবার পানি খাওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।



পারভেজ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়