ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাহবাগের সড়কে ঢাবি শিক্ষার্থীরা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহবাগের সড়কে ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে সড়ক আবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেওয়ার দাবিতে তার বিক্ষোভ করছেন।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় দিয়ে যেসব গাড়ি, সায়েন্সল্যাব, ফার্মগেট, মৎস ভবন যাতায়াত করে সেসব গাড়ি চলাচল করতে পারছে না। পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ।  তীব্র গরমে  ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

তবে পুলিশ বলছে, শাহবাগ মোড়ে অবরোধ হওয়ায় বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।  তবে সেসব সড়কে গাড়ির চাপ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার পরীক্ষায় গণহারে ফেল করানোর প্রতিবাদে ও সঠিক সময়ে ফল প্রকাশের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। আজ সাত কলেজকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/আরিফ সাওন/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়