ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সমুদ্রপথে মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা নাগরিক উদ্ধার

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমুদ্রপথে মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা নাগরিক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ২৩জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী।

তিনি বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণাথী শিবির থেকে রোহিঙ্গা নাগরিকদের বাহির করে আনেন দালাল চক্রের সদস্যরা। রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ নারী , ১ শিশু ও ৩ পুরুষ কে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার তাদের স্ব স্ব রোহিঙ্গা শরণাথী শিবিরে ফেরত পাঠানো হবে। তবে এ ঘটনায় কোন দালাল চক্রকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

কক্সবাজার/সুজাউদ্দিন রুবেল/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়