ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সহজ জয়ে শিরোপার আরো কাছে বায়ার্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫১, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সহজ জয়ে শিরোপার আরো কাছে বায়ার্ন

জার্মান বুন্দেসলিগায় শনিবার (৩০ মে) দিবাগত রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরচুনা ডুসেলডর্ফকে। এই জয়ের ফলে টানা অষ্টম শিরোপা নিশ্চিত করা থেকে মাত্র ৩ জয় দূরে অবস্থান নিলো বাভারিয়ানরা।

২৯ ম্যাচ থেকে বায়ার্নের সংগ্রহ ৬৭ পয়েন্ট। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ২৮ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট।

বায়ার্নের বড় জয়ে জোড়া গোল করেছেন রবার্ত লেভানডোফস্কি। গোল করেছেন বেঞ্জামিন পাভার্ড ও আলফোনসো দাভিয়েস। অপর গোলটি এসেছে আত্মঘাতি খাত থেকে।

ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। এ সময় ডুসেলডর্ফের মাথিয়াস জর্গেনসেন নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। ২৯ মিনিটের মাথায় বেঞ্জামিন গোল করে ব্যবধান বাড়ান। বিরতিতে যাওয়ার আগে লেভানডোফস্কি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন দলকে। এটি ছিল চলতি মৌসুমে তার ২৮তম গোল।

বিরতি থেকে ফিরে এসে ৫০ মিনিটে নিজের ২৯তম গোলটি করেন লেভানডোফস্কি। লিগের বাকি ম্যাচগুলোতে ১১ গোল করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন গার্ড মুলারের এক মৌসুমে করা সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড।

ম্যাচের ৫২ মিনিটে আলফোনসো ডুসেলডর্ফের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়