ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৬ ঘোষণা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৬ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৬ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে এ পুরষ্কার ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামান খান।

 

এ বছর ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথায় যৌথভাবে চন্দ্রাবতী থেকে প্রকাশিত ‘সোনালি দিনগুলি’র জন্য আবুল মাল আবদুল মুহিত ও জার্নিম্যান থেকে প্রকাশিত ‘ঢাকায় খাল পোল ও নদীর চিত্রকর’র জন্য মুনতাসীর মামুন, উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত ‘নিঃসঙ্গতার মুখর সময়’র জন্য সেলিনা হোসেন, শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘নির্বাচিত ১০০ ছড়া’র জন্য আসলাম সানী, কবিতায় যৌথভাবে সময় থেকে প্রকাশিত ‘কবিকে নিয়ে কবিতা’র জন্য পিয়াস মজিদ ও চৈতন্য থেকে প্রকাশিত ‘শ্রীহট্টকীর্তন’র জন্য মুজিব ইরম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

 

‘খ’ শাখায় অর্থাৎ ‘জীবনে প্রথম বই’ ক্যাটাগরিতে জনান্তিক থেকে প্রকাশিত ‘এ ও সে ও’র জন্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন এহসান হাফিজ।

 

এ সময় উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রয়ারি ২০১৬/আরিফ সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়