ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সিনহা নিহত হওয়ার প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে তদন্ত কমিটি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘সিনহা নিহত হওয়ার প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে তদন্ত কমিটি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি))

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মর্মান্তিক ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।’

শুক্রবার (০৭ আগস্ট) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোন এবং বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।  রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে যুক্ত হন সেতুমন্ত্রী। 

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন একটি অশুভ চক্র বিভিন্ন ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত।  সাবেক সেনা সদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এসব বিষয়ে সচেতন।  এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ।  শেখ হাসিনার সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে।  অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।’

এই বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক এবং এরইমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।  সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে এরইমধ্যে তদন্ত কমিটি কাজ করছে। গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে ১৫তম অবস্থানে।  দেশে কয়েক সপ্তাহে একটি নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করলেও এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে।  অপরদিকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা দিয়েছে। আবার অনেক লক্ষণ দেখা দিলেও নমুনা পরীক্ষা করাচ্ছেন না। পরীক্ষার প্রতি অবহেলা স্বাস্থ্যবিধির প্রতি শৈথিল্য আমাদের চলমান পরিস্থিতিকে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।’

জনস্বার্থ এবং বিচার প্রার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে উল্লেখ করে, সেখানে স্বাস্থ্যবিধি পালনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

এবারের ঈদ যাত্রায় ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য সব মহাসড়ক ভ্রমণ স্বস্তিদায়ক ছিলো উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সেতুমন্ত্রী।  ফিরতি যাত্রার সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানান সেতুমন্ত্রী। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে হাইওয়ে পুলিশের নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানান।

ঢাকা/পারভেজ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়